📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাড়ির পাশে খাটাল নিয়ে টক টু মেয়রে অভিযোগ জানিয়ে এবার পুরকর্মীর রোষের মুখে পড়লেন এক যুবক। অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হয় বলে দাবি। আতঙ্কিত যুবক ও তাঁর পরিবার। আইনের ঊর্ধ্বে কেউ নয়, কেউ এমন কাজ করলে বরদাস্ত করা হবে না, কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম।
বাড়ির পাশে খাটাল নিয়ে টক টু মেয়রে অভিযোগ, পুরকর্মীর রোষের মুখে যুবক
