বাড়ির পাশে খাটাল নিয়ে টক টু মেয়রে অভিযোগ, পুরকর্মীর রোষের মুখে যুবক


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাড়ির পাশে খাটাল নিয়ে টক টু মেয়রে অভিযোগ জানিয়ে এবার পুরকর্মীর রোষের মুখে পড়লেন এক যুবক। অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হয় বলে দাবি। আতঙ্কিত যুবক ও তাঁর পরিবার। আইনের ঊর্ধ্বে কেউ নয়, কেউ এমন কাজ করলে বরদাস্ত করা হবে না, কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম।

error: Content is protected !!