📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটকে ‘অসাধারণ’ বলে মন্তব্য করেছেন রেল, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাজেটে রেল নিয়ে এবার খুব বেশি সময় ব্যয় করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু, বাজেটে যা পেয়েছেন তা নিয়েই নখুশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, বাজেটে রেলের জন্য বিশাল বরাদ্দের মাধ্যমে ভারতীয় রেল সারা দেশে দ্রুত, নিরাপদ এবং আরামদায়ক রেল ভ্রমণ সম্প্রসারণ করতে প্রস্তুত। মন্ত্রীর কথায়, “আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ২০০টি নতুন বন্দে ভারত ট্রেন, ১০০টি অমৃত ভারত ট্রেন, ৫০টি নমো ভারত দ্রুত রেল এবং ১৭,৫০০টি সাধারণ নন-এসি কোচের সুবিধা দেশবাসী আশা করতে পারেন।”
বাজেটে রেলের জন্য ২,৫২,০০০ কোটি টাকা বরাদ্দ করায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর দাবি, “নতুন ট্রেন এবং আধুনিক কোচগুলি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সেবায় কাজে লাগবে।”
বাজেটে রেলওয়ের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে ৪,৬০,০০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। রেলের নিরাপত্তা ক্ষেত্রে বাজেটে ১,১৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের পর সংবাদমাধ্যমকে মন্ত্রী বলেন, “বাজেট কেবল বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করে না। বরং আয়করের বোঝা কমিয়ে মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তিও প্রদান করে।”
কৌশলগত লাইন পরিচালনার ক্ষতিপূরণ বাবদ বরাদ্দও গত অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ সালের বাজেটে বাড়িয়ে ২,৭৩৯.১৮ কোটি টাকা করা হয়েছে।
জাতীয় প্রকল্পগুলির জন্য বাজার ঋণের ঋণ পরিশোধের জন্য এই অর্থবছরে ৭০৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। এর ফলে, ভারতীয় রেলের নিট রাজস্ব ব্যয় এ বছরের বাজেট আনুমানিক ৩,০২,১০০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত অর্থবছরে ২,৭৯,০০০ কোটি টাকা ছিল।
এই অর্থবছরের মোট বাজেট সহায়তা ২০১৩-১৪ সালের তুলনায় প্রায় ৯ গুণ বেশি, ২৮,১৭৪ কোটি টাকা। ভারতীয় রেলওয়ে এই অর্থবছরের শেষ নাগাদ ১.৬ বিলিয়ন টন পণ্য পরিবহন করে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মালবাহী রেলওয়েতে পরিণত হওয়ার দৌড়ে রয়েছে।
ভারত ২০৪৭ সালের মধ্যে ৭,০০০ কিলোমিটার উচ্চ-গতির রেল নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। উচ্চ-গতির ট্রেন প্রতি ঘন্টায় ২৫০ কিলোমিটার গতিবেগে চলবে। রেলমন্ত্রী উল্লেখ করেছেন যে ২০২৫-২৬ অর্থবছরের শেষ নাগাদ ভারতীয় রেলে ১০০ শতাংশ বিদ্যুতায়ন হবে।
বাজেটে রেলের জন্য মোট বরাদ্দ কত? ২০০ বন্দে-ভারত সহ বড় স্বপ্ন ফেরি শুরু রেলমন্ত্রীর
