📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মারাত্মক দুর্ঘটনার কবলে সলমনের দত্তক বোন শ্বেতা। হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করেছেন। যা দেখলে শিউরে উঠবেন।
বলিউডে যেন খারাপ সময় কিছুতেই কাটছে না। সইফকে ছুরিকাঘাতের ঘটনার পরই সলমনের পরিবারে খারাপ খবর। মারাত্মক পথ দুর্ঘটনার শিকার ভাইজানের দত্তক বোন শ্বেতার। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই চক্ষু চড়কগাছ। ঠোঁট কেটে গলগলিয়ে রক্ত, পায়ে ব্যান্ডেজ, হ্যান্ড ব্যাগে সাপোর্ট দিয়ে রাখা হাত।
সলমানের দত্তক বোনের দুর্ঘটনার এই ভয়বহতা দেখে যেন গা শিউরে উঠছে। ইনস্টা পোস্টে সলমানের দত্তক বোন ওরফে অভিনেতা পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী শ্বেতা একটি লম্বা পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘জীবনটা যেন পুরো সারপ্রাইজের মতো। সত্যিই মনে হয় যদি কাল না বেঁচে না থাকি। আজকের দিনটা জীবনকে উপভোগ করে নিই। পরের মুহূর্তেই মনে হয়, জীবন যেন বলছে তোমার জন্য চা আসছে। বাইক পাঠাচ্ছি। এই দুর্ঘটনায় আমার কোনও দোষ ছিল না। তখন রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখলাম উড়ে গিয়ে দূরে একটা জায়গায় পরলাম।’