ঘূর্ণাবর্তে হবে বৃষ্টি! তবে কি ফের নামবে পারদ?


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর-পূর্ব অসমের উপরে যে ঘূর্ণাবর্ত আছে, সেটার প্রভাবে শনিবার ও রবিবার অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার আবার উত্তর-পূর্ব অসমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে সেরকম কোনও সম্ভাবনা নেই। অসমের উপরে ওই ঘূর্ণাবর্ত থাকায় সেটার প্রভাবে যে উত্তরবঙ্গে বৃষ্টি হবে, তাও নয়। যা বৃষ্টি হওয়ার উত্তর-পূর্ব ভারতেই হবে।শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার (সরস্বতী পুজো আছে), সোমবার (সরস্বতী পুজো আছে), মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।শনিবার উত্তরবঙ্গেরও সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। পঞ্জিকা মতে যে দু’দিন সরস্বতী পুজো (রবিবার ও সোমবার) পড়েছে, সেই দু’দিনও উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।

error: Content is protected !!