📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। শুক্রবার তা থাকতে পারে ২৮ ডিগ্রির আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশের মধ্যে থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকেই স্পষ্ট, শীতের বিদায় বেলা শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের সামান্য কয়েক ডিগ্রি তাপমাত্রা নামলেও সেই অর্থে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। পরিবর্তে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বাড়বে গরম।
শুক্রবার রাজ্যের ৮ জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে এসেছে। একইভাবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে শনিবারও ঘন কুয়াশার সতর্কতা থাকবে রাজ্যের এই আটটি জেলায়।
আলিপুর জানিয়েছে, আপাতত ৪/৫ দিন তাপমাত্রার পরিবর্তন হবে না। স্বাভাবিকের ওপরেই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। তবে নতুন করে এখন ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। কারণ, পয়লা ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। যে কারণে ফেব্রুয়ারির প্রথমে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা আরও বাড়তে পারে।
অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার ও ওড়িশাতে। শৈত্য প্রবাহের সতর্কতা হিমাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমে।