সরস্বতী পুজোর প্রস্তুতি তুঙ্গে, কচিকাঁচারা গুছিয়ে রাখছে হলদে পোশাক, এই রং কেন পরা হয় এদিন?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাতে মাত্র একদিন। সরস্বতী পুজোর প্রস্তুতি তুঙ্গে প্রায় সমস্ত স্কুল-কলেজে। তুলির টানে ব্যস্ত কুমোরটুলির শিল্পীরা। আর পাড়ার মণ্ডপ সাজছে কচিকাঁচাদের হাতে। একটু বড়দের আবার প্ল্যান চলছে সরস্বতী পুজোয় ঠিক কেমন সাজগোজ করা যায়। রীতি অনুযায়ী সরস্বতী পুজোয় হলুদ পরার চল রয়েছে। কেন হলুদ পরা হয়, এর পিছনে ঠিক কী যুক্তি রয়েছে, জেনে নেওয়া যাক।

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয়। পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে দিনটি শ্রীপঞ্চমী নামেও পরিচিত। এই দিন থেকে বসন্ত ঋতুর আগমন হয় বলে অনেকে আবার বসন্ত পঞ্চমী হিসেবে এই দিনটি পালন করেন। সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রঙের বিশেষ সম্পর্ক রয়েছে। হলুদ রঙকে শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, হলুদ রঙ সুখ, শান্তি দেয়। সুখ ও সমৃদ্ধির জন্য মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা হয়। এছাড়া বৈজ্ঞানিকভাবেও হলুদ রঙকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মনে করা হয়, হলুদ রঙ মানসিক চাপ দূর করে মনে শান্তি আনে। এর পাশাপাশি হলুদ রঙ আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে।

error: Content is protected !!