📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এগিয়ে বাংলা! কোন পথে পশ্চিমবঙ্গ? এবার খোদ মুখ্যমন্ত্রীর কলেজেই কিনা সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠল তারই দল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। এমনকি পুজো করলে ধর্ষণ ও খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যোগেশ চন্দ্র চৌধুরি ল কলেজের ঘটনায় তাজ্জব বঙ্গবাসী। সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলির বিরুদ্ধে। ইতিমধ্যেই চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা। লিখিত অভিযোগ দায়ের অধ্যক্ষের কাছেও। তবে নিরুপায় অধ্যক্ষ পঙ্কজ রায়। তিনিও গুচ্ছ-গুচ্ছ অভিযোগ করলেন সাব্বিরের বিরুদ্ধে। এই সাব্বির আলির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে। আদালতের নির্দেশে ক্যাম্পাসে ঢোকা বারণ বহিরাগতদের। তারপরেও চলছে লাগাতার তাণ্ডব চালাচ্ছে সাব্বির ও তাঁর দলবল বলে অভিযোগ । তারপরেও কীভাবে চলছে এই তৃণমূল নেতার দাদাগিরি উঠছে প্রশ্ন। পুজোর মরশুমে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে কলেজে। সাব্বির এর সঙ্গে যোগাযোগ করা হলে উনি ‘Todays Story News Channel’ এর প্রতিনিধিকে এই বার্তাই জানিয়েছেন যে এই মুহূর্তে উনি ব্যস্ত। ফলে এ বিষয়ে বিশদ প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হয়নি।
খোদ মুখ্যমন্ত্রীর কলেজেই সরস্বতী পুজোয় বাধা! প্রতিক্রিয়া মিললো অভিযুক্ত তৃণমূল নেতার
