এবার হুগলির ধনেখালিতেও GB সিনড্রোমের হানা? ৪৮ বছরের ব্যক্তির শরীরে উপসর্গ


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবার হুগলির ধনেখালিতেও GB সিনড্রোমের হানা? ৪৮ বছরের ব্যক্তির উপসর্গ দেখে সন্দেহ চিকিৎসকদের। কয়েকদিন ধরে ডায়েরিয়ার মতো উপসর্গ ছিল। শরীরের নিম্নাংশ অবশ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্টও রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় রোগীকে কলকাতায় আনা হচ্ছে।

error: Content is protected !!