📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শহরে ফের ডিজিটাল অ্য়ারেস্টের শিকার হলেন এক দম্পত্তি। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১৭ লক্ষ টাকা খোয়ালেন এই মধ্য়বিত্ত পরিবার। অভিযোগ দিল্লী পুলিশের নামে ফোন করা থেকে শুরু করে ED, CBI-র নামে নকল নোটিস দিয়ে টাকা হাতানো হয়েছে তাঁদের কাছ থেকে। এমনকী ব্য়বহার করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামও। এই অভিযোগ নিয়েই সম্প্রতি গড়িয়াহাট থানার দারস্থ হল এই পরিবার।
শহরে ফের ডিজিটাল অ্য়ারেস্টের শিকার হলেন এক দম্পত্তি, ১৭ লক্ষ টাকা খোয়ালেন
