📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মৌনী অমাবস্যায় মহাকুম্ভে দুর্ঘটনা। স্নানের জন্য হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হলেন বহু মানুষ। ১০ জনের মৃত্যুর আশঙ্কা। অন্তত ৫০ জন আহত হয়েছেন। কয়েকজন সাধুও জখম হন। গ্রিন করিডর করে গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স।
প্রয়াগরাজের সমস্ত হাসপাতালে হাই অ্যালার্ট জারি হয়েছে। দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে দু’বার কথা বলেন প্রধানমন্ত্রী। খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-ও। আজ শাহি স্নানের শোভাযাত্রা বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গেই স্নান করছেন সাধু-সন্ন্যাসীরা।
মৌনী অমাবস্যায় মহাকুম্ভে দুর্ঘটনা, ১০ জনের মৃত্যুর আশঙ্কা
