📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মহাকুম্ভে শাহি পরিবার ।সোমবার প্রয়াগে ত্রিবেণী স্নান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং যোগগুরু রামদেব। রামদেবের হাত ধরেই প্রয়াগে ডুব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
স্ত্রী সোনাল এবং ছেলে জয় শাহকে নিয়ে এদিন প্রয়াগে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতন সংস্কৃতির পীঠস্থান এই কুম্ভ। এমনটাই জানিয়েছেন অমিত শাহ। তিনি মনে করেন কুম্ভে এলে সনাতন সংস্কৃতি সম্পর্কে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়। স্নানের পর ত্রিবেণী সঙ্গমে আরতি করে শাহ পরিবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দেখা যায় আইসিসি প্রেসিডেন্ট জয় শাহকে।
এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত রবিবার পর্যন্ত এখনও পর্যন্ত মহাকুম্ভে ডুব দিয়েছেন কয়েক কোটি মানুষ। এই বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগে চলবে এই মেলা। কয়েকদিনের মধ্যেই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।