📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দু’মাস ধরে বাংলাদেশের জেলে বন্দী আছেন ছেলে। আর তাঁর জন্য প্রবল উদ্বেগের মধ্যে দিন কাটছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভুর মা সন্ধ্যারানি ধরের। সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদন অনুযায়ী, হিন্দু সন্ন্যাসীর মা জানিয়েছেন যে ছেলেকে নিয়ে উদ্বিগ্ন হয়ে আছেন। ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছেন ছেলে। বারবার শুনানি হবে বললেও আদতে হচ্ছে না। ছেলের জন্য যে লড়াই করবেন, সেটারও সুযোগ পাচ্ছেন না তাঁরা। কারণ বাংলাদেশে আইনের কোনও বালাই নেই। সেইসঙ্গে হিন্দু সন্ন্যাসীর মা জানিয়েছেন, তিনি যেমন ছেলেকে নিয়ে উদ্বিগ্ন হয়ে আছেন, তেমনই মা’কে নিয়ে দুশ্চিন্তা করছেন চিন্ময় প্রভুও। তাঁর কথায়, ‘ও (ভাবছে), ও আসার আগেই আমি মরে যাব।’তবে ছেলেকে তাঁর বিষয়ে বেশি চিন্তা করতে বারণ করেছেন চিন্ময় প্রভুর মা। ওই প্রতিবেদন অনুযায়ী, হিন্দু সন্ন্যাসীর মা জানিয়েছেন, ছেলেকে ওষুধ খেতে হয়। তাই এত চিন্তা করছেন। ছেলের শরীরও ভেঙে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন চিন্ময় প্রভুর মা। যিনি বহুদিন আগেই স্বামীকে হারিয়েছেন। আর তিনি এমন সময় সেই মন্তব্য করেছেন, যখন চিন্ময় প্রভুকে নিয়ে নাগরিক সমাজেও উদ্বেগ বাড়ছে। গত বছরের ২৫ নভেম্বর তাঁকে বাংলাদেশের রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গ্রেফতার করা হয়েছিল। তারপর থেকে কার্যত ‘বিনা বিচারে’ জেলেই আছেন চিন্ময় প্রভু। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হয়েছে।যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন চিন্ময় প্রভুর আইনজীবী। জানুয়ারিতে চট্টগ্রাম আদালতে সওয়াল করার সময় চিন্ময় প্রভুর আইনজীবী জানিয়েছিলেন যে নিজের মায়ের মতো মাতৃভূমির শ্রদ্ধা করেন হিন্দু সন্ন্যাসী। আর তিনি মোটেও বিশ্বাসঘাতক নন। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেইসময় আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্য বলেছিলেন যে ‘কোনও সভা বা অনুষ্ঠানে নিজের ভাষণ শুরুর আগে চিন্ময় দাস বলতেন যে স্বর্গের থেকেও ভালো হল মা এবং মাতৃভূমি। (তাঁর বিরুদ্ধে) যে পতাকার অবমাননা করার অভিযোগ উঠেছে, সেটা আসলে বাংলাদেশের পতাকাই ছিল না। আদালতের অনুমতি ছাড়া দেশদ্রোহিতার মামলা রুজু করা যায় না।’ কিন্তু তারপরও চিন্ময় প্রভুকে গ্রেফতার করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সেইসঙ্গে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, তারও নিন্দা করেছে। যদিও ঢাকার দাবি, হিন্দু-সহ সংখ্যালঘুদের যে হামলার ঘটেছে, সেগুলির অধিকাংশের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই। বরং রাজনৈতিক কারণে সেই হামলার ঘটেছে বলে দাবি করেছে ঢাকা।
ছেলের শরীর ভেঙে পড়ায় চিন্তায় চিন্ময় দাসের মা
