📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী মাসেই আমেরিকায় যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঠিক কবে আমেরিকায় যাবেন মোদী, কতদিন থাকবেন, সফরসূচিতে কী কী থাকবে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কিছু জানাননি। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প শুধু বলেছেন যে ‘ফেব্রুয়ারির কোনও একটা সময় আমেরিকায় আসবেন মোদী।’ সেইসঙ্গে ভারতের উপরে আস্থা রেখে ট্রাম্প জানিয়েছেন যে ‘বেআইনি অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে যেটা ঠিক, ভারত সেটাই করবে।’ট্রাম্পের সেই মন্তব্য নিয়ে আপাতত ভারত সরকারের তরফে কোনও মন্তব্য করা না হলেও নয়াদিল্লির তরফে ইতিমধ্যে জানানো হয়েছে যে উপযুক্ত নথি দেওয়া হলে বেআইনি অভিবাসীদের ফিরিয়ে নেওয়া হবে। গত সপ্তাহে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা বেআইনি অভিবাসনের বিরোধী। কারণ সেই বিষয়টা বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত।’তিনি আরও বলেছেন, ‘শুধুমাত্র আমেরিকায় থাকা ভারতীয়দের ক্ষেত্রে নয়, বিশ্বের যে কোনও প্রান্তে যদি ভারতীয়রা নির্ধারিত সময়ের থেকে বেশি থাকেন বা উপযুক্ত নথি ছাড়া সংশ্লিষ্ট দেশে থাকেন, তাহলে আমরা তাঁদের ফিরিয়ে নেব। আমাদের সঙ্গে উপযুক্ত নথি ভাগ করে নিতে হবে, যাতে আমরা তাঁদের নাগরিকত্ব যাচাই করে নিতে পারি এবং নিশ্চিত হতে পারি যে তাঁরা সত্যিই ভারতীয়। যদি সেটাই বিষয় হয়, তাহলে আমরা পুরো বিষয়টা এগিয়ে নিয়ে যাব এবং তাঁদের ভারতে ফেরানোর কাজটা প্রশস্ত করব।’আসলে নতুন করে ট্রাম্প ক্ষমতায় আসার পরেই আমেরিকা থেকে বেআইনি অভিবাসীদের বের করে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছিলেন, ‘পুরো বিশ্বের কাছে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট এবং কড়া বার্তা দিচ্ছেন যে যদি আপনি বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করেন, তাহলে আপনাকে কঠোর ফল ভুগতে হবে।’ আর ভারতও জানিয়ে দিয়েছে যে আমেরিকা থেকে বেআইনি অভিবাসীদের (ভারতীয় হলে তবেই) ফেরানো হলে কোনও আপত্তি নেই।
ভারত ঠিক কাজই করবে, বড় ভরসা ট্রাম্পের, ফেব্রুয়ারিতেই আমেরিকায় যাচ্ছেন মোদী!
