📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:চলতি মাসের শেষের দিকে রটন্তী কালী পুজো। অন্যান্য কালী পুজোর মতোই এই কালীর পুজোও মহাসমারোহে আয়োজিত হয়। কিন্তু রটন্তী কালীর উৎপত্তি কীভাবে? কী বলছে পুরাণ? জানা যায়, রটন্তী কালীর সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণের বৃন্দাবনলীলার একটি কাহিনি।
রটন্তী কালী নাম কেন
রটন্তী কালীর নামে রটন্তী শব্দটি এসেছে ‘রটনা’ শব্দ থেকে। যার অর্থ কোনওকিছু রটে যাওয়া বা প্রচারিত হওয়া। কথিত আছে, এই দিনেই মা দূর্গার উগ্রকেশী করাল রূপ মা কালীর দেবীমাহাত্ম্য ত্রিলোকজুড়ে রটে গিয়েছিল। তবে রটনার নেপথ্যে আরও একটি তত্ত্ব খাঁড়া করা হয়। সেই তত্ত্বের সঙ্গেই জড়িয়ে রয়েছেন মহাভারতের অন্যতম নায়ক দেবকীপুত্র শ্রীকৃষ্ণ।
বৃন্দাবনে আদ্যাশক্তির আবির্ভাব
শাস্ত্রমতে, বৃন্দাবনে তখন শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমলীলায় মত্ত ছিলেন রাধা। একদিন অপরাহ্নে (অর্থাৎ দুপুরে) গোপিণীরা বাঁশির অদ্ভুত আওয়াজ শুনতে পান। সকলে সেই সুর লক্ষ করে দৌড়ে যান উৎস সন্ধানে। গিয়ে দেখতে পান সামনেই ইষ্টমূর্তি। শ্রীরাধাই স্বয়ং আদ্যাশক্তি। গোপিণীরা সেইদিনই সে কথা অনুধাবন করেন। মনে করা হয়, ওই দিনের কাহিনি ধরেই সূত্রপাত রটন্তী কালীর পুজোর।