📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সাধারণতন্ত্র দিবসে ভারতের সংবিধানের মূল মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সংবিধানের পথচলা শুরু হয়েছিল ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে। সেই দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় সাধারণতন্ত্র দিবস।
দিনটির গুরুত্বকে তুলে ধরতে দিল্লির ঐতিহাসিক কর্তব্য পথে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজটি রাষ্ট্রপতি ভবনের রাইসিনা হিল থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেট পার হয়ে লালকেল্লায় শেষ হয়। দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজের আগে এক্স হ্যান্ডলে দেশের জনগণকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রজাতন্ত্রের গৌরবময় ৭৫ বছর উদযাপন করছি।’
আরও লিখেছেন, ‘আমাদের সংবিধান রচনাকারী মহিলা ও পুরুষদের প্রতি সম্মান জানাই, যাঁদের জন্য আমাদের দেশ গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্যের পথে এগিয়ে যাচ্ছে। তাদের কাজ আমাদের দেশের সংবিধানের আদর্শ রক্ষার পথ শক্তিশালী করবে এবং এটি দেশের উন্নতির পথ সুগম করবে।’
এদিকে, প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধীরা সংবিধানের অবমাননার অভিযোগ তুলছে। ‘সংবিধান বাঁচাও অভিযান’ নিয়ে সম্প্রতি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদে ও বাইরে বারবার বিজেপির বিরুদ্ধে সংবিধানের পক্ষে অবস্থান নিয়ে কথা বলেছেন।