📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অভয়ার পরিবারকে বেলাগাম আক্রমণে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। ‘কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন অভয়ার মা-বাবা? বাম-অতিবামপন্থী, তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছে। মেয়ের মৃত্যুর দিন থেকে একের দিন একেক রকম কথা বলছেন। চক্রান্তকারী ও কুৎসাকারীদের মুখপাত্র হয়ে গেছেন অভয়ার মা-বাবা। জুনিয়র ডাক্তারদের ফান্ড কে কে পাচ্ছেন? স্বতঃস্ফূর্ত আন্দোলন হলে কেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে টাকা? ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কি অভয়ার মা-বাবাকে প্রভাবিত করছেন? এই সব বিষয়ও তদন্তের আওতায় আনা উচিত, দাবি কুণালের
অভয়ার পরিবারকে বেলাগাম আক্রমণে কুণাল
