সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়’ : ফিরহাদ হাকিম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাঘাযতীন, কামারহাটি ও ট্যাংরার পর বিধাননগর! আরও একটা হেলে পড়া নির্মাণ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ছেন,’কলকাতা শহরে মোট ৩০টি হেলে পড়া বহুতল রয়েছে। তার মধ্যে ৬৫ শতাংই বেআইনি’। একের পর একে হেলে পড়া বাড়ি কি ভেঙে ফেলা হবে? বৃহস্পতিবার তার জবাব দিলেন ফিরহাদ হাকিম।

হেলে পড়া সব বাড়িই বিপজ্জনক নয় বলে দাবি করলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,’হঠকারী সিদ্ধান্ত নিলে হবে না। কাঠামো কতটা স্থিতিশীল আছে, তা দেখে ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেন’। তিনি যোগ করেন,’সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়। কলকাতায় অনেক বাড়িই আংশিক হেলে গিয়েছে। সব বিপজ্জনক নয়, বছরের পর ধরে রয়েছে’।

হেলে পড়ার বাড়ির দায়ও বর্তমান পুরসভার ঘাড়ে নিতে নারাজ বলেও জানিয়ে দেন হাকিম। তিনি বলেন,’আমি এক্ষুণি কিছু বলতে পারব না। ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের রস্টার হওয়ার পর একটাও বাড়ি বেআইনি হয়নি। হেলে পড়া বাড়ির সবাইকে কাঠামোগত স্থিতিশীলতার সার্টিফিকেট নিতে হবে। গার্ডেনরিচে বাড়ি বাড়ি গিয়ে খুঁজিনি। ৩০ বছর, ৬০ বছরের হেলে পড়া বাড়ি অনেকদিন ধরে রয়েছে। মাটি একটু বসে গিয়েছে। বেআইনি করলে একটা সীমা পর্যন্ত ছাড় দেওয়া হয়। পুরো বাড়ি, একটা ফ্লোর বেআইনি হলে ছাড় দেওয়া হয় না’।

error: Content is protected !!