বিজেপির দ্বিতীয় ইস্তেহারে বিনামূল্যে শিক্ষা-সহ দেদার প্রতিশ্রুতি, পালটা আক্রমণে কেজরি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই দিল্লির রাজনীতিতে পারদ চড়ছে। সকলকে চমকে দিয়ে মঙ্গলবার দ্বিতীয় ইস্তেহার প্রকাশ করল বিজেপি। এদিন ইস্তেহার প্রকাশ করে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর জানান, বিজেপি দিল্লিতে ক্ষমতায় এলে কেজি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে। ভোট পেতে দিল্লির গরিব মানুষকে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে পালটা দাবি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের।

দলীয় ইস্তেহারের প্রথম ভাগে মহিলাদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় পর্বে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল বিজেপি। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। তার আগে মঙ্গলবার ইস্তেহারের দ্বিতীয় ভাগ প্রকাশ করে বিরোধীদের টেক্কা দেওয়ার মরিয়া চেষ্টা গেরুয়া শিবিরের। যদিও বিজেপির ইস্তেহারকে পাত্তা না দিয়ে সমালোচনায় সরব কেজরিওয়াল।

error: Content is protected !!