📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণের কাণ্ডে টালা থানার ২ সাব ইন্সপেক্টরের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ শিয়ালদা আদালত। এই কাণ্ডে সঞ্জয় রায়কে নিয়ে গতকাল শিয়ালদা আদালত রায় দিলেও, আজ নিম্ন আদালতে এনিয়ে মামলা চলছে। সেখানেই বিচারপতি অনির্বান দাস বলেন, এরকম একটা ঘটনায় তারা খুব দায়সারাভাবে কাজ করেছে, সাব ইন্সপেক্টর-এর কাজ দেখে আমি খুবই অবাক। শকিং ব্যাপার। পুলিশ কমিশনার আশা করি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন।’
টালা থানার ২ সাব ইন্সপেক্টরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত
