বনশালের টাস্ক ফেল করল বঙ্গ বিজেপি ?


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসল বঙ্গ বিজেপি। জানা গিয়েছে, সেই বৈঠকে বঙ্গ বিজেপির হোমটাস্কের খাতা চেক করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল। সূত্রের খবর, এখনও পর্যন্ত সাড়ে ৫ হাজারের মতো বুথ কমিটি গঠন করেছে বিজেপি। যা শুনে বনশল বলেন, ‘বুথ সভাপতি নির্বাচনে জল মেশাবেন না।’ ২৫ জানুয়ারির মধ্যে বুথ কমিটি গঠন ও ৫ ফেব্রুয়ারির মধ্যে সভাপতি নির্বাচনের কাজ শেষ করতে বলা হয়েছে।

error: Content is protected !!