৮ বছরের ট্র্যাডিশনে ছেদ, ইমন নিলেন বড় সিদ্ধান্ত! বললেন, ‘এটা প্রাপ্য নয়’

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কবি বলেছেন, শীত এলে বসন্ত কি দূরে থাকতে পারে? মাঘ চলছে, বসন্ত আসতে আর সত্যিই বেশি দেরি নেই। আর বসন্ত আসা মানেই জমজমাট লিলুয়া চত্বর। গত আট বছর ধরে সেখানেই বড় করে বসন্ত উৎসব করেন তিনি।ইমনের বড় হয়ে ওঠা লিলুয়াতেই। তাই নিজের ‘ঘর’-এই আমন্ত্রণ জানান গুণী শিল্পীদের। নিজেও করেন পারফর্ম। তবে এবার ছন্দ কাটছে। এবার হচ্ছে না বসন্ত উৎসব। জানিয়ে দিলেন ইমন নিজেই। কেন? সে কারণও জানালেন ইমন।

তাঁর কথায়, “৮ বছর ধরে করছিলাম। কিন্তু কিছু স্থানীয় মানুষ প্রত্যেক বছর অনুষ্ঠানের শেষের দিকে এসে ঝামেলা করে যান। বেশ কিছু শিল্পীর সঙ্গে অভব্য আচরণ করেছেন। এটা আমাদের প্রাপ্য নয়। এখানে যারা অনুষ্ঠান করেন, তাঁরা কেউ একটা টাকাও নেন না। শিল্পীরাও নেন না। আমরা এটা লিলুয়ার মানুষদের জন্য করতাম। আমার মায়ের স্মৃতির উদ্দেশে করতাম। অনেক কষ্ট নিয়ে লিলুয়াতে অনুষ্ঠান বন্ধ করছি।”

এখানেই না থেমে ইমন আরও লেখেন, “জানি অনেকে এতে খুশি হবেন। তবে এটাও জানি যে অনেকে কষ্টও পাবেন। আমরা দুঃখিত।” ট্র্যাডিশন ভাঙছে। মন খারাপ ভক্তদের। তবে ইমন জানালেন, আবার ফিরবেন তাঁরা। এবার আরও বড় আকারে। হতে পারে স্থান বদলে যেতে পারে। তবে এখনই তা খোলসা করতে চান না গায়িকা।

error: Content is protected !!