স্বাধীনতা সংগ্রামীদের অপমান! প্রতিবাদ কংগ্রেসের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেশের স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রামীদের অপমানিত করার প্রতিবাদে পথে কংগ্রেস। আজ উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি রাণা রায়চৌধুরীর আহ্বানে হাতিবাগান মোড়ে বিক্ষোভ এবং মোহন ভগবতের কুশ পুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। প্রায় আধঘন্টা হাতিবাগান মোড় অবরোধ করে অবস্থান চলে। বক্তব্য রাখেন এআইসিসি পর্যবেক্ষক আম্বা প্রসাদ, জেলা কংগ্রেসের সভাপতি রাণা রায়চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরী, তাতা ভট্টাচার্য্য, দেবজ্যোতি দাস প্রমুখ।

error: Content is protected !!