ফের পার্ক সার্কাসে অগ্নিকাণ্ড


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের পার্ক সার্কাসে অগ্নিকাণ্ড। রাত ১২টা নাগাদ পার্ক সার্কাস সেভেন পয়েন্টে পার্ক প্যালেসের দোতলায় বন্ধ অফিসে আগুন লাগে। ওই বাড়িতে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটও রয়েছে। আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। নিজেরাই তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের ৬টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই বন্ধ অফিসে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। গতকাল পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন আগে। তারপর রাতে ফের পার্ক সার্কাসের পার্ক প্যালেসে বন্ধ অফিসে আগুন।

error: Content is protected !!