শেষ হয়েছে কেমো-রেডিয়েশন, চলছে টার্গেটেড থেরাপি, জানালেন ক্যান্সার আক্রান্ত মিঠু

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০২৪ সালের মাঝামাঝি সময়ে জানা গিয়েছিল স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। স্বামী সব্যসাচী চক্রবর্তী সে সময় জানিয়েছিলেন কেমোথেরাপি চলছে। অভিনয় থেকেও সাময়িক বিরতি নিয়েছিলেন সে সময়। হয়েছিল অস্ত্রোপচারও। গত বছর কালী পুজোর সময় পরিবারের সঙ্গে দেখা যায় মিঠুর ছবি। যেখানে স্পষ্ট ওজন কমেছে, মাথার চুল উঠেছে। তবে এখন কেমন আছেন অভিনেত্রী?

সংবাদ মাধ্যমকে দেওয়া এক টেলিফোনিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার ওজন বেড়েছে খানিকটা। শেষ হয়েছে কেমো-রেডিয়েশন। তবে টার্গেটেড থেরাপি চলছে। চলবে আরও কিছু মাস। তার কথায় , “আমাকে তো কেউ আর দমাতে পারবে না। সবই করছি। খাচ্ছি-দাচ্ছি, ঘুরছি-ফিরছি, সেলাই-টেলাই… কিছু বাদ নেই।”

সম্প্রতি, বড় ছেলে গৌরবের স্ত্রী অর্থাৎ বড় বৌমা ঋদ্ধিমা ঘোষের জন্মদিন ছিল। সেখানেও স্বমহিমায় হাজির তিনি। নাতি, স্বামী সব্যসাচী চক্রবর্তী, ছেলে গৌরব ও ঋদ্ধিমার বাবার সঙ্গে এক ফ্রেমে হাজির হয়েছিলেন সেই চেনা একগাল হাসিকে সঙ্গী করে। হেরে যাওয়া নয়, নতুন করে বাঁচছেন মিঠু, লড়াইয়ে সঙ্গী তাঁর গোটা পরিবার।

error: Content is protected !!