📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কুম্ভ মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে একের পর এক তাঁবু। এখনও আগুন নিয়ন্ত্রনে আসেনি। দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে আগুন নেভানোর কাজ করছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, রোববার বিকেলে ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের তাঁবুতে। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় পঞ্চাশটি তাঁবু আগুনে পুড়েছে। এখনও অবধি হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় মেলা চত্বরে। যে কারণে অনেকেই আহত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
গোটা মেলা চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে রাখার পরেও কী করে আগুন লাগল তা এখনও অজানা। তবে দমকলের আধিকারিকরা মনে করছেন, যেহেতু বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, তাহলে হয় তো রান্নার গ্যাসের থেকেই আগুন লেগেছে।
পুণ্যার্থীদের দুর্ঘটনাস্থল থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আখড়া থানার ইনচার্জ ভাস্কর মিশ্র জানিয়েছেন, দু’টি সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে। অস্থায়ী তাঁবুগুলিতে রান্নার ব্যবস্থা থাকে। তাই সিলিন্ডার থাকা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। যদিও আগুন লাগার কারণ আসলে সিলিন্ডার বিস্ফোরণ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
১৪৪ বছর পর শুধুমাত্র একবার এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয় প্রয়াগরাজে। ৪৫ দিনের এই মেলায় উত্তরপ্রদেশ পুলিশ ভক্তদের নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করতে দলে দলে ভক্তরা এসে উপস্থিত হন অমৃত কুম্ভের সন্ধানে। এত নিরাপত্তার মধ্যে মুড়ে রাখার পরও এদিন ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল।