বইমেলায় স্টল পাচ্ছে না বিশ্ব হিন্দু পরিষদ, গিল্ডকে ভর্ৎসনা হাইকোর্টের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে ২০২৫ সালের বইমেলা। তবে এবারের বইমেলায় স্টল পাচ্ছে না বিশ্ব হিন্দু পরিষদ। পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের কাছে আবেদন জানালেও ওই সংগঠনকে স্টল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই অবস্থায় স্টল পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এই মামলায় পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডকে ভর্ৎসনা করে হাইকোর্ট।মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার এজলাসে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে উল্লেখ করা হয় গিল্ড দাবি করছে তাদের লেখা ‘স্পর্শকাতর’। এই যুক্তিতেই সংগঠনকে স্টল দিচ্ছে না। আর তা শুনে রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি বলেন, ‘এত বছর ধরে স্টলের অনুমতি দিয়ে আসা হচ্ছে। তাহলে তখন এই সংগঠনের লেখা স্পর্শকাতর মনে হয়নি কেন? এত বছর ধরে তাহলে কেন অনুমতি দেওয়া হল? আর সেক্ষেত্রে এ বছরই বা কেন অনুমতি দেওয়া হচ্ছে না?’বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবীর বক্তব্য, গিল্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন শর্ত জানানো হয়। সেই শর্ত মেনে ৬০০ স্কোয়ার ফুট জায়গার কথা বলে সংগঠনের তরফে আবেদন জানানো হয়। এরপর ১০ জানুয়ারি ইমেল করে জানতে চাওয়া হয়। কিন্তু, গিল্ডের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। সেই কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।
অন্যদিকে, গিল্ডের তরফে আইনজীবী জানান, বিশ্ব হিন্দু পরিষদ কোনও পাবলিশার্স নয়, কোনও বুকসেলার্সও নয়। এদের পত্রিকা রয়েছে । যার নাম হল বিশ্ব হিন্দু বার্তা। অথচ বিশ্ব হিন্দু পরিষদের নামে আবেদন জানানো হয়েছে। এরপর বিচারপতি প্রশ্ন করেন, ‘আপনারা কি জানতেন যে বিশ্ব হিন্দু পরিষদের নিজস্ব পাবলিকেশন হাউস আছে?’ এরপর গিল্ডের আইনজীবী যুক্তি দিয়ে বলেন, বিশ্ব হিন্দু পরিষদের লেখা বা প্রতিবেদন স্পর্শকাতর এবং বিতর্কিত। তিনি জানান, গিল্ড কোনও বিতর্ক চায় না। তখনই বিচারপতি প্রশ্ন করেন যে এত বছর ধরে কেন অনুমতি দেওয়া হল? আর এখন কেন দেওয়া হচ্ছে না? এরপর বিচারপতি বিশ্ব হিন্দু পরিষদ এর স্টলের জায়গা ঠিক করে মৌখিকভাবে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জানুয়ারি।

error: Content is protected !!