📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মালদার কালিয়াচকে তৃণমূলকর্মী খুনের ঘটনায় আটক ২। ড্রোন উড়িয়ে তল্লাশি চালানোর পর আটক ২। বালুয়া চড়া এলাকায় একটি মাঠ থেকে আটক। অভিযোগ, বালুয়া চড়ার মাঠে গোপন ডেরা বানিয়ে লুকিয়ে ছিল ধৃতেরা।
মালদার কালিয়াচকে তৃণমূলকর্মী খুনের ঘটনায় আটক ২
