২টি টেবিলে অস্ত্রোপচার হয়, ডাক্তাররা যাননি, ট্রেনিদেরপাঠান, স্যালাইন কাণ্ডে বলল রাজ্য


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘স্যালাইনকাণ্ডে ২ রকমের তদন্ত করা হয়েছে। রিপোর্টে গাফিলতি সামনে এসেছে। ২ টি ওটি টেবিলে অপারেশন করা হয়েছিল। যে RMO বা ডাক্তার ডিউটিতে ছিলেন, তাঁরা রোগীকে দেখতে যাননি, অস্ত্রোপচারের সময়ও যাননি। অস্ত্রোপচারের পদ্ধতি ঠিকমত অনুসরণ করা হয়নি। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল মানা হয়নি। ট্রেনি চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার করা হয়েছে’, জানানো হয়েছে রাজ্যের তদন্ত রিপোর্টে, স্যালাইন কাণ্ড নিয়ে বলল রাজ্য।