📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মালদহে তৃণমূল কাউন্সিলর খুন হওয়া নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফলতার সেবাশ্রয় শিবির থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, ‘দল বড় হলে গোষ্ঠীদ্বন্দ্ব স্বাভাবিক।’
এদিন সেবাশ্রয় শিবিরের সাফল্য নিয়ে তাঁর ভাললাগার কথা জানিয়েছেন অভিষেক। দাবি করেছেন, এই স্বাস্থ্যক্যাম্পে হাজার হাজার মানুষ যে পরিষেবা পেয়েছে, তা অভূতপূর্ব। পাশাপাশি, মেদিনীপুরের স্যালাইন কাণ্ড নিয়েও অবস্থান স্পষ্ট করে বলেছেন, দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া উচিত।
এর পরেই দলীয় ভাগাভাগি, মারামারি এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন করা হয় তাঁর কাছে। তিনি বলেন, ‘একটা দল যখন বড় হয়, তখন গোষ্ঠীদ্বন্দ্ব স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএমে ছিল না? একটা পরিবারে ৬ জন থাকলেও ৪ জনের ঝগড়া থাকে। সেখানে একটা নির্বাচিত দল, যার লক্ষের উপর পদাধিকারী, এত বড় পরিবার, দু-চারজনের মতভেদ খুব স্বাভাবিক।’
তাঁর কথায়, ‘একটা অফিসে ১০০ জন চাকরি করলে সেখানেও সমস্যা হয়। এটা সংসারের রীতি। তাই বলে এই নয়, আমি যা ইচ্ছে করব। দলকে দুর্বল করার কেউ কোনও চেষ্টা করলে, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা কমিটি পদক্ষেপ করবে। কেউ নিজেকে কেউকেটা ভাবতে শুরু করলে তৃণমূলের দরজা তাঁর জন্য বন্ধ হয়ে যাবে”।
মালদহ কাণ্ডে তৃণমূলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিষেক এদিন সে প্রসঙ্গ তুলে ধরে বলেন, অন্যায় দেখলে তৃণমূল সরকারই তো নিজের দলের নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। শম্ভুনাথ কাউ, আরাবুল ইসলামকে এই সরকারই তো গ্রেফতার করেছে।