📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জানুয়ারির প্রথম সপ্তাহে দাপট দেখালেও, সময় যত গড়াচ্ছে রাজ্য থেকে একেবারেই উধাও শীতের আমেজ। স্বাভাবিকভাবেই প্রতি বছর মকর সংক্রান্তির সময় হাড় কাঁপানো ঠাণ্ডা থাকলেও চলতি বছরে সেই চেনা ছবি একেবারেই চোখে পড়েনি। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা একেবারে ১৬ ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে শীত কবে ফিরবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
বুধবার আলিপুর আবহাওয়া দফতর পরিষ্কার জানিয়েছে, আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশা দাপট দেখালেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।