📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। ভারতীয় সনয় সকাল ৭ টা নাগাদ তাঁকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী।
তাঁকে গ্রেফতার করা নিয়ে গত সপ্তাহে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের বাধায় ফিরে যেতে হয় সেনা ও পুলিশের যৌথ বাহিনীকে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টি মানব প্রাচীর তৈরি করে যৌথ বাহিনীকে আটকে দেয়। বুধবার তারা সফল হয়নি। সংঘাত শুরু হয়ে যেতে পারে।
সিওলের একটি আদালত সম্প্রতি প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাঁর বিরুদ্ধে দেশে বেআইনিভাবে সামরিক আইন জারির অভিযোগে উঠেছে।
দেশ ব্যাপী বিক্ষোভের মুখে সেই আদেশ প্রত্যাহার করে নিলেও দক্ষিণ কোরিয়ার সংসদ রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচ বা অভিশংসত প্রস্তাব পাশ করিয়েছে। যার অর্থ রাষ্ট্রপতির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করা। শেষ পর্যন্ত ইউন সুক-ইওলকে গ্রেফতার করা সম্ভব হওয়ায় তিনিই হলেন দেশের প্রথম বরখাস্ত প্রেসিডেন্ট। পদত্যাগের দাবি উড়িয়ে তিনি ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন।
আইন অনুযায়ী প্রেসিডেন্ট রেজিমেন্ট আদালতের নির্দেশ মানতে বাধ্য ছিল না। প্রেসিডেন্টের আদেশই তাদের কাছে শেষ কথা ছিল। সেই কারণেই সেনা ও পুলিশের যৌথ বাহিনীকে তারা আটকে দেয়। গত এক সপ্তাহে পরিস্থিতির বদল ঘটে। চাপের মুখে ধরা দিতে রাজি হন প্রেসিডেন্ট।

