📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: খাস কলকাতায় ফের বহুতল বিপর্যয়, অল্পের জন্য বাসিন্দাদের রক্ষা। বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে হঠাৎ হেলে পড়ল নতুন বহুতল! ‘লোহার জ্যাক দিয়ে বহুতল সোজা করতে যাওয়ার সময় বিপত্তি’ পুরসভার অনুমোদন নিয়ে বিল্ডিং, দাবি তৃণমূল কাউন্সিলরের। ‘জমা জলের সমস্যা মেটাতে বিশেষজ্ঞদের মতামত ছাড়াই কাজ’। হাইড্রলিক জ্যাক দিয়ে বহুতল উঁচু করতে গিয়েই বিপত্তি, জানানো হয়েছে পুরসভার তরফে।