📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বারাসাতে মুদিখানার আড়ালে ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার চালাতেন পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত সমীর দাস। স্থানীয়দের দাবি, বছর খানেক আগে মুদিখানা খোলেন সমীর দোকানের একপাশে ফোটোকপির মেশিন। মুদিখানার থেকেও সমীরের ফোটোকপির ব্যবসারই রমরমা ছিল। ভিড় লেগেই থাকত, খদ্দেরদের সঙ্গে বাঙাল ভাষায় কথা বলতেন সমীর। স্থানীয়দের দাবি, এর পাশাপাশি, ফ্ল্যাট- বাড়িভাড়ার ব্যবস্থাও করে দিতেন তিনি। প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশিদের জন্য আস্তানারও বন্দোবস্ত করে দিতেন সমীর?
বারাসাতে মুদিখানার আড়ালে ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার চালাতেন পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত সমীর দাস
