📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গতকাল ছিল স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন। বেলুড় মঠ-সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে পালিত হয়েছে দিনটি। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ছিল ভক্ত সমাগম। বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় সারা দেশে। সেই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্বামীজির জন্মদিনে বেলুড় মঠ-সহ বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশনে উপচে পড়া ভিড়
