📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এসএসসি, ওবিসি সার্টিফিকেট মামলার শুনানির পর এবার ডিএ মামলার শুনানিও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি ফের মার্চ মাসে হবে শীর্ষ আদালতে। নতুন বেঞ্চে হবে সেই মামলার শুনানি।
সূত্রের খবর, মঙ্গলবার সময়ের অভাবে আর এই মামলার শুনানি করা যায়নি। তাই সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী মার্চ মাসে শুনানি করা হবে জানানো হলেও আদতে কবে তা হবে সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি।
সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্ট অনুযায়ী ডিএ মামলার শুনানি আদালতের চার নম্বর ঘরে হওয়ার কথা ছিল। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এভিএন ভাট্টির বেঞ্চে হত এই মামলার শুনানি। ক্রমতালিকায় একদম শেষের দিকে থাকায় এই শুনানি আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় আগে থেকেই ছিল। কারণ অনেক ক্ষেত্রে সময়ের অভাবে শুনানি হয় না। শেষমেশ সেটাই হল।
২০২২ সালে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম বার ওঠে ডিএ মামলা। গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল। সেই সময়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। তার পরে অবশ্য সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি।
মঙ্গলবার ডিএ মামলার শুনানি হলে তা হত ১৪ তম শুনানি। রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে দাবি দীর্ঘ দিনের। আইনি লড়াইয়ের পাশাপাশি তাঁরা আন্দোলনও করছেন।