১০ মিনিটে দুয়ারে বিঙ্কিট অ্যাম্বুলেন্স! চালু নতুন পরিষেবা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবার জরুরিকালীন পরিষেবায় ঢুকে পড়ল ব্লিঙ্কিটের নাম। আগামী দিন ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা দেবে কোম্পানি। এই শহরে শুরু হয়ে গেল পরিষেবা। শীঘ্রই দেশের আরও শহরে পাওয়া যাবে বিঙ্কিট অ্যাম্বুলেন্স। কুইক কমার্স প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট গুরুগ্রামে ১০ -মিনিটের অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই পোস্ট করেছেন কোম্পানির সিইও আলবিন্দর ধিন্ডসা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আমরা আমাদের শহরগুলিতে দ্রুত ও নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে এই প্রথম পদক্ষেপ নিচ্ছি।” ধীন্ডসা জানিয়েছে আপাতত সংস্থা গুরুগ্রামে পাঁচটি অ্যাম্বুলেন্স চালু করেছে। কারণ সংস্থা আরও আনেক জায়গায় এই পরিষেবা সম্প্রসারণের দিকে নজর রয়েছে কোম্পানির।
ব্লিঙ্কিটের তরফে বলা হয়েছে, অ্যাম্বুলেন্সগুলিতে অক্সিজেন সিলিন্ডার, AED (অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর), স্ট্রেচার, মনিটর, সাকশন মেশিন এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ এবং ইনজেকশন সহ প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জাম থাকবে।প্রতিটি অ্যাম্বুলেন্সে একজন প্যারামেডিক, একজন সহকারী ও একজন ট্রেনড ড্রাইভার থাকবে। এই ক্ষেত্রে চালক প্রয়োজনের সময় সর্বোচ্চ মানের পরিষেবা দিতে সক্ষম হয় সিদেক নজর রাখবে কোম্পানি।কোম্পানির তরফে বলা হয়েছে, লাভের লক্ষ্যে এই কাজ করা হচ্ছে না। আমরা গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে এই পরিষেবা দেব। দীর্ঘমেয়াদে অ্যাম্বুলেন্সের মতো সমস্যার সমাধান করাই আমাদের উদ্দেশ্য।

error: Content is protected !!