📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প’ দেশ ছাড়িয়ে দুনিয়ার স্বীকৃতি আদায় করেছে বলে দাবি রাজ্য সরকারের। আর সেই সাফল্যেই প্রশ্ন তুলে মারাত্মক কাণ্ড ঘটাল নবম শ্রেণির এক মেধাবী ছাত্রী। বাবা স্কুলে ভর্তি হওয়ার টাকা জোগাড় করতে না পারায় নাসিমা মোল্লা নামে ক্যানিংয়ের এক ছাত্রী আত্মঘাতী হয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনায় প্রশ্ন উঠেছে স্কুলের ভূমিকা নিয়েও।জানা গিয়েছে, স্থানীয় ইটখোলা হাই স্কুলে সসম্মানে নবম শ্রেণি উত্তীর্ণ হয়েছিল নাসিমা। শনিবার স্কুলে দশম শ্রেণির ভর্তি প্রক্রিয়া ছিল। সেজন্য বাবার কাছে ৫৫০ টাকা চায় নাবালিকা। বাবা ইসমাইল মোল্লা পেশায় রিকসাচালক। তিনি জানান, এখন তাঁর কাছে টাকা নেই। তিনি সোমবারের মধ্যে টাকা জোগাড় করে এনে দেবেন। ওদিকে নাসিমা জানতে পারে তার সব বন্ধুরা দশম শ্রেণিতে ভর্তি হয়ে বাড়িতে ফিরে এসেছে। দুপুরে বাড়ির লোকেরা যখন কাজে ব্যস্ত তখন কীটনাশক খায় ছাত্রীটি। ঘরে ঢুকে মা দেখেন, মেয়ে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে নাসিমাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে শনিবার রাতে মৃত্যু হয় ১৪ বছর বসয়ী ওই কিশোরীর।
নিহতের দাদা আক্রম মোল্লা বলেন, ‘বোন বাবার কাছে স্কুলে ভর্তি হওয়ার জন্য টাকা চেয়েছিল। বাবা বলেছিলেন, আমার হাতে টাকা নেই। একটা দিন সময় দে। নির্দিষ্ট দিনে স্কুলে ভর্তি হতে না পারায় অভিমানে বোন আত্মঘাতী হয়েছে।’