বর্ষবরণের ফুর্তি! মদ বিক্রি ছাপিয়ে গেল দুর্গাপুজোকে


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বড়দিন, বর্ষবরণের ফূর্তিতে এবার কোনও অংশে কম গেল না কলকাতা। আর সেই ফূর্তির অঙ্গ হিসাবে মদের ফোয়ারা ছুটল কলকাতায়। রেস্তোরাঁ,নাইটক্লাব তো আছেই তার সঙ্গে বিভিন্ন ঘরোয়া পার্টিতেও দেদারে মদ চলল বাংলায়। সব মিলিয়ে এবারে ২৪শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের সময়কালের মধ্যে ১৩৭ কোটি টাকার মদ বিক্রি হয়েছে কলকাতায়। ২০২৩ সালের হিসেবকেও কার্যত ছাপিয়ে গেল ২০২৪। হিসেব বলছে ২০২৩ সালে ওই সময়কালের মধ্য়ে যত মদ বিক্রি হয়েছে, এবার ২০২৪ সালে তার ২৪ শতাংশ বেশি মদ বিক্রি হয়েছে। এমনকী ২০২৪ সালের দুর্গাপুজোর সময়ের মদ বিক্রিকেও ছাপিয়ে গিয়েছে এবারের হিসেব। কার্যত রেকর্ড মদ বিক্রি হয়েছে এবার।দেদারে ফূর্তি আর তার সঙ্গেই মদ্যপান। মদ বিক্রিতে একেবারে রেকর্ড। কেবলমাত্র আলিপুরেই ৪২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এরপরই উত্তর কলকাতার স্থান। এমনি সময়ে সেখানে মেরেকেটে ৩ কোটি টাকার মদ বিক্রি হয়। আর ওই নির্দিষ্ট সময়কালের মধ্য়ে সেখানে ৩৫ কোটি ৫ লাখ টাকার মদ বিক্রি হয়েছে। দক্ষিণ কলকাতার হিসাবটাও প্রায় একই। বিধাননগরে ২৮ কোটি ৫ লাখ টাকার মদ বিক্রি হয়েছে। মদ বিক্রি বৃদ্ধি মানেই সরকারের রাজস্ব বাবদ আয় বৃদ্ধি। সেক্ষেত্রে বিপুল টাকার মদ বিক্রি হওয়া মানেই আয় বৃদ্ধি।

error: Content is protected !!