লিট্টি চোখা উৎসবে সামিল শাসক – বিরোধী দু পক্ষই, তৃণমূলেরটা ‘আর্টিফিশিয়াল’, কটাক্ষ জিতেন্দ্রর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শীতের মরসুমে লিট্টি চোখা উৎসবে মেতে উঠল শাসক – বিরোধী দু পক্ষই। একদিকে রবিবার সন্ধ্যায় বড়বাজারে বিবাদ ভুলে লিট্টি চোখা উৎসবে এক হলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, অন্যদিকে হাওড়ায় ভোজপুরীয়া সমাজের উদ্যোগে আয়োজিত লিট্টি চোখা উৎসবে যোগ দিতে দেখা গেল বিজেপি নেতা অর্জুন সিং, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ আরো অনেককে। মূলত ‘West Bengal Linguistic Minorities Association’ এর সদস্যরাই উপস্থিত হয়েছিলেন ওই লিট্টি চোখা উৎসবে।

তবে, লিট্টি চোখা কি আদৌ বাংলার খাবার? এই উৎসব কি বাংলার? বহুবার এই প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বাংলা পক্ষকে। এমনকি জিতেন্দ্র তিওয়ারি, অর্জুন সিংদের ভাষাগত ব্যবধানের নিরিখে হিন্দিভাষী গুটকাখোর তকমাতেও লাগিয়ে দেওয়া হয়েছে। এই বিভাজন দূর করতে পথেও নেমেছিলেন ভাষাগত সংখ্যালঘুরা। কিন্তু লিট্টি চোখা অনুষ্ঠানে তৃণমূলের নেতা – মন্ত্রী – সাংসদরা কেন? যদিও জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের লিট্টি চোখা উৎসবে যোগদান কে আর্টিফিশিয়াল বা নকল বলে কটাক্ষ করেছেন। সেই সঙ্গে তৃণমূল হিন্দিভাষীদের ওপর আক্রমণকে প্রমোট করে বলেও ক্ষোভ উগরে দেন তিনি। এর আগে প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে বাংলা পক্ষকে তৃণমূল স্পন্সর বলে কটাক্ষ করেছিলেন অর্জুন সিং। এবার লিট্টি চোখা উৎসবে তৃণমূলের যোগদান নিয়ে ফের একবার সুর চড়ালেন West Bengal Linguistic Minorities Association এর সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ।তিনি জানান, আগামীতে বাংলার জেলায় জেলায় ও বিধানসভা এলাকাগুলিতে সংগঠনের বৈঠক করা নিয়ে আলোচনা হয়েছে লিট্টি চোখা উৎসবে।

error: Content is protected !!