মাঝ সেতুতে মন্ত্রী-সাংসদ বিবাদ! অভিজিতকে ‘শবক’ শেখাতে থানায় বাবুল, দায়ের এফআইআর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুঝিয়ে দিয়েছিলেন এত সহজে তিনি ভয় পাওয়ার মানুষ নন। বিজেপি সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চমকানি ধমকানিতে তিনি যে একেবারেই ডরান না তার প্রমাণ দিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সূত্রের খবর, রবিবার প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে হেস্টিংস থানায় দায়ের হয়েছে এএফআইআর।

বাবুলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে শনিবারই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ। অভিজিতের অভিযোগ, শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুর উপর বাবুল মত্ত অবস্থায় তাঁর গাড়ি থামিয়ে হামলার চেষ্টা করে। তর্কাতর্কির সময় গাড়ির জানালার বাইরে থেকে হাত ধরে বাবুল। তাতে তাঁর মোবাইল পড়ে গিয়ে ক্ষতিগ্রস্তও হয় বলে অভিযোগ তোলেন। এমনকী তিনি ‘চাকরি খেয়েছেন’ বলেও বাবুল কটু মন্তব্য করেছেন বলে অভিযোগ অভিজিতের। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

error: Content is protected !!