ঢাকা-দিল্লি ঘনিষ্ঠতা চান ইউনুস, ওড়ালেন ভারতের থেকে বিপদের সম্ভাবনা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান মহম্মদ ইউনুস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক প্রয়োজন। এখন সম্পর্কে মেঘ জমে আছে। দ্বিপাক্ষিক আলোচনায় আমরা বলেছি, এই মেঘ দূর করা দরকার। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ভারতের দিক থেকে তিনি কোনও ধরনের বিপদের আশঙ্কা করছেন না।

বাংলাদেশের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছেন। গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতন এবং তিনদিনের মাথায় ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় বসার পর থেকে একদিকে যেমন রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতায় জেরবার হয়েছে বাংলাদেশ, অন্যদিকে, পাল্লা দিয়ে অবনতি হয়েছে ভারতের সঙ্গে সম্পর্কের। সরকারি স্তরে সম্পর্কের অবনতিতে দু’দেশের নাগরিকেরা জড়িয়ে যায় বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে।

error: Content is protected !!