শূন্যে দৃশ্যমানতা, প্রায় ২০০ বিমান ওঠানামায় দেরি, ঘন কুয়াশায় দিল্লিতে ভোগান্তি চলছেই

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঘন কুয়াশার চাদরে মোড়া দিল্লি। টানা কয়েক ঘণ্টা দৃশ্যমানতা থাকল শূন্যেই। কুয়াশার জেরে গত দু’দিনের মতো রবিবারেও বিমান ও ট্রেন পরিষেবা ব্যাহত। এমনকী ধীর গতিতে যান চলাচলেও রাস্তায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। 
রবিবার ভোর ৪টে থেকে ৮টা পর্যন্ত দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে দৃশ্যমানতা ছিল শূন্য। গতকাল শনিবার টানা ৯ ঘণ্টা দিল্লির দৃশ্যমানতা ছিল শূন্য। মরশুমে এটিই দীর্ঘতম। গতকালের তুলনায় আজ খানিকটা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবুও বিমান, ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। 
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রবিবার ঘন কুয়াশার জেরে সকাল ১১টা পর্যন্ত ১৫টি বিমান বাতিল হয়েছে। ১৮০টি বিমানের ওঠানামায় দেরি হয়েছে। গড়ে ২০ মিনিট করে দেরি হচ্ছে বিমান ওঠানামায়। শনিবারেও দৃশ্যমানতা শূন্যে থাকায় ৪৮টি বিমান বাতিল ছিল। মোট ৫৬৪টি বিমান ওঠানামায় দেরি হয়েছে। শুক্রবার ৪০০ বিমান দেরিতে ওঠানামা করেছে। সেদিন ৮ ঘণ্টা দৃশ্যমানতা শূন্য ছিল। 

error: Content is protected !!