বেহালায় গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, আটক বাসচালক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি উল্টেও যেতে পারত। সেক্ষেত্রে বড়সড় চোট লাগার আশঙ্কা ছিল সৌরভ কন্যার। তবে চালকের তৎপরতায় গাড়িটি কোনও মতে দাঁড়িয়ে যায়।জ্যেঠু স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কন্যা স্নেহার বাগদান উপলক্ষ্যে কলকাতায় ফিরেছেন সানা গঙ্গোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় কলকাতার রাস্তায় ভয়াবহ অভিজ্ঞতা হল সৌরভ-কন্যা। পথ দুর্ঘটনার মুখে পড়লেন সানা।

শুক্রবার সন্ধ্যায় বেহালার চৌরাস্তার কাছে সানা গঙ্গোপাধ্যায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন। গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, সানা বসেছিলেন গাড়িচালকের পাশের আসনে। সেই সময়ই একটি বাস রেষারেষি করতে গিয়ে ধাক্কা মারে সানার গাড়িতে। গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি।

error: Content is protected !!