চেন্নাইয়ের ডিজিটাল-অ্যারেস্ট মামলায় এবার কলকাতায় হানা দিল ED

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চেন্নাইয়ের ডিজিটাল-অ্যারেস্ট মামলায় এবার কলকাতায় হানা দিল ED। সল্টলেক, বাগুইআটি, শেক্সপিয়র সরণি থানা এলাকা-সহ শহরের ৫টি জায়গায় চলছে তল্লাশি। ‘ED অফিসার, মুম্বই পুলিশ বা টেলিকমিউনিকেশন অফিসার সেজে প্রতারণা। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে’, তদন্তে নেমেছিল ED চেন্নাই জোন। সেই সূত্র ধরেই আজ কলকাতার ৫টি জায়গায় তল্লাশি চলছে। সল্টলেকের PNB আইল্যান্ডের কাছে একটি আবাসনে ব্যবসায়ী সদানন্দ ঝা-র খোঁজে যায় ED-র টিম।
তাঁকে না পেয়ে এক যুবককে নিয়ে যাওয়া হয়েছে বাগুইআটির রঘুনাথপুরে

error: Content is protected !!