প্রাক্তন মেয়র জিতেন্দ্রর উদ্যোগে আসানসোলে ফিরছে ফিল্ম ফেস্টিভ্যাল, আমন্ত্রিতদের তালিকায় শাসক-যোগ!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বহু বছর ধরেই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বঞ্চিত শহর আসানসোল। কলকাতায় যখন সাড়ম্বরে পালিত হয় ‘কিফ’, অন্যদিকে তখন মন ভারাক্রান্ত থাকে আসানসোলবাসীর। তবে ২০২৫ সাল তাদের জন্য নিয়ে এসেছে সুখবর। প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে আসানসোলে ফিরেছেন চলেছে চলচ্চিত্র উৎসব। চমকের এখানেই শেষ নয়। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকারের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা থেকে প্রাক্তন বিধায়ক বাবলু সুপ্রিয় সহ আরো অনেকে। এখন প্রশ্ন হল জিতেন্দ্র তিওয়ারি এক সময় তৃণমূলে থাকলেও এখন তিনি বিজেপির নেতা। সেখানে রাজনীতি ভুলে, শিল্পী হিসেবে কি পা রাখবেন শাসক গোষ্ঠীর তারকারা? যদিও উদ্যোক্তা জিতেন্দ্র তিওয়ারির সাফ কথা “আমরা ফর্ম ফিল আপ করেছি । মনে হয় না ভালো কাজে ওনারা বাধা দেবেন । তাছাড়া এই উৎসবে সবাই আসবেন । ওনাদের পরিবারের লোকেরাও এই উৎসবে এসে আনন্দ করবেন । আসুন সংস্কৃতির স্বার্থে সবাই এক হই ।”

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে চারদিন ধরে আসানসোলে ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র । তবে এর আগে আসানসোল রবীন্দ্রভবনে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হত । আসানসোল পৌরনিগমের নিজস্ব প্রেক্ষাগৃহ পেতে কোনও জটিলতা সৃষ্টি না হলে সেখানেই এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র ।সাংবাদিক সম্মেলন করে জিতেন্দ্র তিওয়ারি জানান, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে আসানসোলে একটি বৃহৎ সাংস্কৃতিক উৎসব করা হবে । কালচারাল অ্যান্ড লিটারেসি ফোরামের ব্যানারেই এই উৎসব হবে । এই উৎসবে যেমন স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন, তেমনি তার পাশাপাশি কলকাতার নামী শিল্পীরাও আসবেন বলে জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি । তবে এই উৎসবের অন্যতম আকর্ষণ ফিল্ম ফেস্টিভ্যাল । চারদিন ধরে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ।

error: Content is protected !!