নতুন বছরেই দুঃসংবাদ, প্রয়াত ‘হীরালাল’,‘বাঘাযতীন’ -এর পরিচালক অরুণ রায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বছরের শুরুতেই বড় ধাক্কা বাংলা বিনোদন দুনিয়ায়। প্রয়াত ‘বাঘা যতীন’ ছবির পরিচালক অরুণ রায়। বছরশেষে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার সংবাদমাধ্যমকে চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ জানিয়েছিলেন, কোমায় চলে গিয়েছেন পরিচালক। জীবনদায়ী ব্যবস্থার সাহায্যে তাঁকে জীবিত রাখার চেষ্টা করা হচ্ছে।

ক্যানসার বাসা বেঁধেছিল সদ্যপ্রয়াত পরিচালকের শরীরে।এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন অরুণ। অরুণের হাত ধরে বাংলা ছবির দুনিয়ায় পা রাখেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল। তাঁর কথায়, ‘‘অরুণদা আমায় ছায়াছবির জনক হীরালাল সেনকে চিনিয়েছেন।’’

চিকিৎসক আরও জানিয়েছেন, পরিচালককে ক্যানসার কাবু করে ফেলেছিল। নিয়মে থাকলেও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছিল। ফলে, ফুসফুসে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে।

error: Content is protected !!