📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নতুন বছরে প্রথম দিনে তারাপীঠে উপছে পড়া ভিড়। সারা বছর ভালো ভাবে কাটুক, এই কামনায় বছরে তারা মায়ের কাছে পুজো দিচ্ছেন ভক্তরা। পুজোর ডালা নিয়ে লম্বা লাইনে অপেক্ষা করছেন পুণ্যার্থীরা। ভোরে মায়ের মঙ্গলারতি দিয়ে বছরের প্রথম দিনে তারাপীঠে পুজো শুরু হয়েছে।
নতুন বছরে প্রথম দিনে তারাপীঠে উপছে পড়া ভিড়
