স্বাস্থ্যে এবার ডায়মন্ড হারবার মডেল! ৮০০ চিকিৎসককে নিয়ে বড় উদ্যোগ অভিষেকের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডায়মন্ডহারবারে বড় চমক নিয়ে আসছেন তৃণমূল< সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নতুন বছরে আসছে সেবাশ্রয় স্বাস্থ্য় শিবির। ২রা জানুয়ারি থেকে আসছে সেবাশ্রয় স্বাস্থ্যশিবির। এবার চলমান হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে ডায়মন্ডহারবারে। একেবারে বিরাট কর্মযজ্ঞ। কী কী হবে এই স্বাস্থ্যশিবিরে?এখানে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। প্রায় আটশোর বেশি চিকিৎসক থাকবেন এই শিবিরে। এখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। ৭৫দিন ধরে এই কর্মসূচি চলবে। অ্যাপের মাধ্য়মে রেজিস্ট্রেশন হবে। হেল্প ডেস্কও থাকবে। এদিকে সেই স্বাস্থ্যশিবিরে কারোর পরিস্থিতি যদি সংকটজনক বলে মনে হয় তবে তাঁকে রেফারেল সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট হাসপাতালে পাঠানো হবে। এজন্য ১২টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে।কার্যত স্বাস্থ্য়তেও এবার ডায়মন্ডহারবার মডেল। এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যপরীক্ষার জন্য বিরাট ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২রা জানুয়ারি ডায়মন্ডহারবারের এসডিও মাঠে হবে উদ্বোধনী অনুষ্ঠান। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এই অনুষ্ঠানের সূচনা করবেন। প্রথম দফায় ২রা জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। ডায়মন্ডহারবারের সাতটি বিধানসভা এলাকায় এই স্বাস্থ্য শিবির হবে। প্রতি বিধানসভায় ১০দিন করে এই স্বাস্থ্যশিবির হবে। প্রতিদিন অন্তত ৪০টি করে স্বাস্থ্যশিবির করার পরিকল্পনা রয়েছে।

error: Content is protected !!