📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বড় দিনে বড় চমক। একই মঞ্চে রাজ্যের মন্ত্রী – সাংসদ থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়ের মতো সেলেবরা। ছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তীও। কচিকাচারাদের হাতে বড়দিনের উপহার স্বরূপ কেক চকোলেট তুলে দেওয়ার জন্য পাটুলির ঝিল পাড়ায় আয়োজন করা হয় ছোটদের বড়দিনের উৎসব। প্রধান উদ্যোক্তা ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তার পৌরহিত্যে বড়দিনের সেলিব্রেশন এর পাশাপাশি সূচনা হল পাটুলি উৎসবের।

প্রসঙ্গত, পাটুলি মানেই শহরের বুকে এক নতুন ডেস্টিনেশন ভ্রমণ প্রিয়দের জন্য। তার ওপর এমন উৎসব উপরি পাওনা।