📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একদিকে রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান, অন্যদিকে দেব অভিনীত খাদান, কার্যত ঝড় উঠেছে তর্ক – বিতর্কের। একজন তৃণমূলের বিধায়ক। অন্যজন সাংসদ। কিন্তু কেউ কাউকে এতটুকু জায়গা ছাড়তে নারাজ। ফলে একে অপরকে যে মন্তব্য করছেন তা নিয়ে ফ্যানদের মধ্যে জমছে অসন্তোষ। দেবের খাদান ইতিমধ্যেই কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। একেক দিনেই এক কোটি করে ছাড়িয়ে যাচ্ছে। অবাক হওয়ার বিষয় হল দেবের সিনেমা দেখতে স্ত্রীকে নিয়ে সিনেমা হল মুখো হলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। একসময় তৃণমূলে থাকলেও তৃণমূল এখন বিরোধী দল। দেবও তৃণমূল সাংসদ। কিন্তু তাতে কী? সেন্ট্রাম হলে খাদান দেখে স্ত্রীকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করলেন বিজেপি নেতা। রাজনীতির রং এর ভেদাভেদ ভুলে এভাবে বাংলা সিনেমার পাশে থাকতে খুব কম বিরোধী দলের নেতার দের কেই দেখা গিয়েছে। তবে সম্প্রতি ভাষাগত বৈষম্য নিয়ে যেভাবে সোচ্চার হয়েছে All Bengal Linguistic Minorities Association সংগঠনের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। নিছকই বাংলা সিনেমা দেখা নাকি বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা দেখানো ? ভাষা বৈষম্য দূর করার বার্তাই কি দিতে চাইলেন জিতেন্দ্র তিওয়ারি ? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে
